• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সিপিএলে সাকিবের বদলে রিয়াদ


প্রকাশিত: ৩:২৪ পিএম, ২০ আগস্ট ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

স্পোর্টস রিপোর্টার :  ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তৃতীয় বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবের shakib-riad-www.jatirkhantha.com.bdদল জ্যামাইকা তালাওয়াহসে যোগ দিচ্ছেন তিনি। রোববার গণমাধ্যমের কাছে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের এ তারকা ক্রিকেটার। সিপিএলে সুযোগ পেয়ে মাহমুদুল্লাহ বলেছেন, আমার জন্য দারুণ সুযোগ এটি।

চেষ্টা করবো সেখানে ভালো কিছু করার। বাংলাদেশ দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করে। টেস্ট স্কোয়াডে ১৪ জনের মধ্যে জায়গা না হওয়ার পরদিন এ সংবাদ জানালেন তিনি।

সোমবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। জ্যামাইকা হয়ে ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছেন সাকিব। তার বদলে জ্যামাইকান শিবিরে জায়গা পেলেন বাংলাদেশ দলের আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ। আসছে শুক্রবার জ্যামাইকার হয়ে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার।

সাকিব ছাড়াও সিপিএলে সুযোগ পান বাংলাদেশ দলের তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ। বলিউড তারকা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেন তিনি। যদিও কোনো ম্যাচ না খেলেই গেলো সপ্তাহে দেশে ফেরেন মিরাজ। এর আগে চলতি বছরের শুরুতে মাহমুদুল্লাহ পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেন। আরব আমিরাতে গিয়ে নিজের অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি।