• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সিন্ডিকেটে নয়া ছাত্রলীগ-কান্ডারি সোহাগ-জাকির


প্রকাশিত: ১১:৫১ পিএম, ২৬ জুলাই ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

বিশেষ প্রতিবেদক.ঢাকা:  ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন সাইফুর রহমান সোহাগ। এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসাইন। আজ রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগের cccc২৮তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতাদের নাম ঘোষণা করা হয়।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু তাঁদের নাম ঘোষণা করেন। তবে কে কত ভোট পেয়েছেন তা তিনি উল্লেখ করেননি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর কে কত ভোট পেল তা জানিয়ে দেওয়া হবে।
এদিকে রাতে ছাত্রলী​গের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজুল হক (রানা) সহসভাপতি, আসাদুজ্জমান নাদিম যুগ্ম সম্পাদক, মোবারক হোসেনকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন।