• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সিনিয়র সাংবাদিক আবু জাফর পান্না’র ইন্তেকাল


প্রকাশিত: ৫:১৯ পিএম, ১৭ এপ্রিল ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

স্টাফ রিপোর্টার : দেশের সিনিয়র সাংবাদিক আবু জাফর পান্না আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেন স্ট্রোক করে শুক্রবার তিনি ইন্তেকাল করেছেন। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সদা মিষ্ঠভাষী পরোপকারী সাংবাদিক আবু জাফর পান্না ইংরেজি দৈনিক অবজারভার, নিউজ টুডেসহ দেশী-বিদেশী গনমাধ্যমে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আছে বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকদের মাঝে।

আবু জাফর পান্না রাজধানীর নিউরো সায়েন্স মেডিকেল হাসপাতাল আগারগাঁও এ অধ্যাপক ডা. পরিতোষ এর অধীনে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি গত ১৫ এপ্রিল ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর নিকট আত্মীয় অমিকন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ উল আলম। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।