• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

সিটি কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ -ব্যালটপেপার ছিনতাই-ভোট গ্রহণ স্থগিত


প্রকাশিত: ১:১৩ পিএম, ৩০ মার্চ ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৫৭ বার

কুমিল্লা প্রতিনিধি  :  কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে কুমিল্লা সরকারি সিটি কলেজ ccc(কমার্স কলেজ নামে পরিচিত) কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল ভোট স্থগিতের এ নির্দেশ দেন।

দুপুর ১২টার দিকে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল কেন্দ্র পরিদর্শনে গেলে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে ১০-১৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দখলের চেষ্টা করা হয়। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই কেন্দ্রের পাশে পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।