• শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪

সালাহ উদ্দিনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ


প্রকাশিত: ৩:২৪ পিএম, ১৪ মে ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

salauddinকলকাতা প্রতিনিধি :

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে ভারতের কাছে রেড নোটিশ পাঠিয়েছে ইন্টারপোলের ঢাকা শাখা। মেঘালয় পুলিশের ডিজি (ডিরেক্টর জেনারেল) রাজীব মেহতা এ কথা জানিয়েছেন।

রাজীব মেহতা বুধবার বলেন, ‘সালাহ উদ্দিনকে গ্রেফতারের জন্য মঙ্গলবার ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে আমরা একটি রেড নোটিশ পেয়েছি। আমরা সেই আবেদন দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানিয়ে দিয়েছি।’

রাজীব মেহতার এ উদ্ধৃতি দিয়ে কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে।

তিনি আরও জানান, ‘সালাহ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আমরা এখন পর্যন্ত তাকে ভাল করে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। হাসপাতাল থেকে ছাড়া না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নতুন করে কিছু বলা যাবে না।’

চলতি বছরের মার্চে নিখোঁজ হওয়ার পর গত সোমবার শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকা থেকে সালাহ উদ্দিনকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে শিলং সিটি পুলিশ। ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রথমে তাকে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরোসায়েন্স (মিমহান্স)-এ ভর্তি করা হয়। পরে সেখান থেকে পাঠানো হয় শিলং সিভিল হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত বুধবার বিএনপির এই নেতাকে আদালতে উঠানো হয়নি।

পূর্ব খাসি হিলস জেলার পুলিশ সুপার মারিয়াহোম খারক্রাং জানিয়েছেন, ‘শিলং সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলার কারণে আমরা আজ (বুধবার) তাকে আদালতে উপস্থিত করতে পারিনি।’