• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

সাবমেরিন নবযাত্রা-জয়যাত্রা’র কমিশনিং করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ২:২৫ পিএম, ১২ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

Sabmarine-www.jatirkhantha.com.bdপতেঙ্গা প্রতিনিধি  :

দেশের প্রথম দু’টি সাবমেরিন বা ডুবোজাহাজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে আজ। চট্টগ্রামের পতেঙ্গায় সকালে সাবমেরিন দু’টির কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় দেড় হাজার কোটি টাকায় চীন থেকে নবযাত্রা ও জয়যাত্রা নামে সাবমেরিন দু’টি কিনেছে বাংলাদেশ। গেল বছর ১৪ নভেম্বর যা হস্তান্তর করা হয়। এরপর ২৩ জানুয়ারি এ দুটি সাবমেরিন পৌঁছায় চট্টগ্রামে।

চট্টগ্রাম ওয়াসার নয়া উদ্বোধন-
এদিকে ২৯ বছর পর, আজ উদ্বোধন হতে যাচ্ছে, চট্টগ্রাম ওয়াসার নতুন প্রকল্প। যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পানি শোধনাগার নামে এই প্রকল্প থেকে দৈনিক ১৪ কোটি লিটার পানি সরবরাহের সুফল এরই মধ্যে পেতে শুরু করেছেন নগরবাসী।