• বুধবার , ১৪ মে ২০২৫

‘সান্তাহারে প্রথম সৌরবিদ্যুত বহুতল খাদ্যগুদাম উদ্বোধন’


প্রকাশিত: ৩:৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

সান্তাহার প্রতিনিধি  :  সান্তাহারে দেশের প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ বহুতল খাদ্যগুদাম উদ্বোধন shantaher gudam-www.jatirkhantha.com.bdকরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টায় তিনি ২৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক এই খাদ্য গুদামের উদ্বোধন করেন।

গুদামের প্রতিটি কক্ষে আছে অগ্নিনির্বাপক এবং স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রক ব‌্যবস্থা। শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিটি কক্ষে রয়েছে উপযোগী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।এছাড়াও চালের বস্তা সরাতে আছে চারটি ফর্ক লিফট। আর বস্তায় চাল সংরক্ষণের জন্য আছে ২৬ হাজার ৪০টি প্লাস্টিক প্যালেট।