• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সাত বউ নিয়ে বেকায়দায় নায়ক জাহিদ হাসান


প্রকাশিত: ৫:২৬ পিএম, ৭ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩২৬ বার

বিনোদন রিপোর্টার :  সাত বউ নিয়ে বেকায়দায় নায়ক জাহিদ হাসান।এবার তাকে সাত নিয়ে দেখা যাবে-নীলের বউ 00রাশি’তে।বরাবরই ঈদে নতুন চমক নিয়ে হাজির হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ব্যতিক্রম হচ্ছে না এবারও।
000
নিজের পরিচালনায় আসন্ন কোরবানির ঈদে ‘নীলের বউ রাশি’ নামে সাত পর্বের নতুন একটি ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন এ তারকা।

গল্পের প্রয়োজনে এ সাত পর্বে ধারাবাহিকে সাতজন ভিন্ন ভিন্ন রাশির কনের সঙ্গে জাহিদ হাসানের বিয়ে হওয়ার প্রতিযোগিতা হবে।

আর এ সাতটি চরিত্রে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ, বন্যা মির্জা, তারিন জাহান, নাদিয়া আহমেদ, সারিকা, আশনা হাবীব ভাবনা ও মেহরিন ইসলাম নিশা।

তবে নাটকে জাহিদ হাসানের আসল বউ কে হচ্ছেন সেটি জানতে হলে দর্শকদের প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন নির্মাতা।