• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরা মাতিয়ে ৯ দিনের ছুটি শেষে ঢাকায় ফিরলেন মুস্তাফিজ


প্রকাশিত: ১২:৪৬ এএম, ১৮ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬০ বার

সাতক্ষীরা প্রতিনিধি  :  সাতক্ষীরার তেঁতুলিয়ায় নিজ বাড়িতে মা, বাবা আর স্বজনদের সঙ্গে ঈদ করেছেন জাতীয় দলের 123অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান। প্রিয়জনদের জন্য এনেছিলেন নতুন পোশাক। কোরবানি দিয়েছেন। মাংস বিলিয়েছেন নিজ হাতে।

স্বজনদের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়ে বাড়ি ছাড়লেন মুস্তাফিজ। আজ শনিবার ঢাকায় ফিরলেন তিনি।মা ও বাবার সঙ্গে প্রাণভরে ঈদ উদযাপন করেছেন। কোরবানির মাংস বিলিয়েছেন নিজ হাতে। গ্রামে ঘুরে বেড়িয়েছেন। পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডাও কম দেননি। নিজেদের মাছের ঘেরে সময় কাটিয়েছেন।
234
নয়দিন পর সেই মুস্তাফিজ ঢাকা ফিরলেন।মুস্তাফিজের সহোদর জাকির হোসেন বলেন, ‘সকাল ৯টায় বাড়ি ছেড়েছেন কাটার মাস্টার। যশোর পৌঁছে বিমানে চলে গেছেন ঢাকা। ওর ব্যস্ততাও ছিল। তা ছাড়া অনুশীলন আর পুনর্বাসন তো আছেই।

মুস্তাফিজ এবার ঈদে দুই লাখ টাকার গরু কোরবানি দিয়েছেন। ঈদগায় দাঁড়িয়ে তিনি তেঁতুলিয়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানের উন্নয়নে এক লাখ টাকাও দান করেছেন। আরো সহায়তা করার আশ্বাস দিয়েছেন।