• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

সাক্ষাত দুর্নীতি’র খোঁজে বিআরটিসিতে দুদক


প্রকাশিত: ৭:৩৪ পিএম, ৫ জুলাই ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

স্টাফ রিপোর্টার :  রাষ্ট্রীয় গণপরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) বিরুদ্ধে তেল চুরি, মেরামতের নামে অর্থ আত্মসাৎতের অভিযোগ পুরনো। আবার বেসরকারি পরিবহন মালিকদের সঙ্গে আঁতাত করে বিদেশ থেকে আমদানিকৃত দামী ব্রান্ডের একতলা-দোতলা গাড়ি ইচ্ছাকৃতভাবে অকেজো করে রাখার অভিযোগও বিআরটিসির কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাজধানীর জোয়ার সাহারায় বিআরটিসির ডিপোতে বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অপারেশন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক সূত্র জানায়, তাদের অভিযোগ কেন্দ্রের হটলাইনে (১০৬) একটি কল আসে যে জোয়ার সাহারা এলাকায় ব্যাপক দুর্নীতি হচ্ছে। এমন অভিযোগে কমিশনের পরিচালক মো. ফরিদুর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম ঝটিকা অভিযান চালায়।

দুদকের একজন কর্মকর্তা জানান, ওই ডিপোর যানবাহন মেরামত ব্যয় সংক্রান্ত  বিভিন্ন বিল-ভাউচার, রেজিস্টার ও স্টোর রুম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। টিমের সদস্যরা বিআরটিসির বাসে নির্ধারিত মাইলেজ অনুসারে জ্বালানি তেল ব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করেন। তারা স্টক রেজিস্টার অনুসারে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কি না, তাও পরীক্ষা করেন।

এ সময় ডিপোর ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার মো. দুদককে আশ্বস্ত করেন যে, তারা এই দপ্তরকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার সর্বাত্মক প্রয়াস চালাবেন। একই সঙ্গে দুদক ওইসব রেজিস্টার যাচাই করে দেখবেন। এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, বিআরটিসি জনসেবামূলক প্রতিষ্ঠান। দুদকের এ অভিযান এ প্রতিষ্ঠানের সুশাসন বৃদ্ধিতে শক্তিশালী ভূমিকা রাখবে। তবে দুর্নীতি ও অনিয়মের প্রকৃত ঘটনা উদঘাটনে দুদক প্রয়োজনে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালাবে।