• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সাকিবের স্ত্রী বললেন-সেঞ্চুরিটা নিয়ে এসো তরকারি রান্না করে খাবো..


প্রকাশিত: ৪:২৫ পিএম, ১৮ মার্চ ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২২৬ বার

স্পোর্টস ডেস্ক রিপোর্টার :  ‘নিজের জন্য খেলে’- নিন্দুকদের এই সমালোচনার জবাব মাঠে দিলেন 22সাকিব। বাংলাদেশের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে টাইগারদের লিড এনে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সাকিব ব্যাট হাতে জবাব দিলেও মুখে কিছু বলেননি। কিন্তু চুপ থাকলেন না তাঁর স্ত্রী শিশির। সাকিব তাঁর কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেওয়ার পর শিশির ফেসবুকে নিন্দুকদের এক হাত নিলেন। কিছুটা ক্ষোভ মিশ্রিত আবেগে স্বামীকে উদ্দেশ্য করে শিশির লেখেন, ‘নিঃসন্দেহে এই সেঞ্চুরি কোনও কাজেই আসেনি!’

এটুকুই নয়, ব্যঙ্গের সুর চড়িয়ে শিশির বলেন, ‘আবার একটা অপরাধ করে ফেললে! প্লিজ ওই সেঞ্চুরিটাকে বাড়িতে সঙ্গে নিয়ে এসো যাতে ওটা দিয়ে আমরা তরকারি রান্না করে ফেলতে পারি এবং খেয়ে যেতে পারি, যত দিন তুমি শুধু নিজের জন্য খেলে যাবে তত দিন পর্যন্ত।’11

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১০টি চারে ১৫৯ বলে সাকিব আল হাসান করেন ১১৬ রান। গতকাল দ্বিতীয় দিন ১৯২ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চাপের মধ্যে পড়ে গিয়েছিল, ঠিক তখন মুশফিকুর রহিমের সঙ্গে ৯২ এবং এর পর সপ্তম উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে ১৩১ রানের জুটি বেঁধে শততম টেস্টে বাংলাদেশকে লিড এনে দেন সাকিব। এখন কী বলবেন নিন্দুকরা!