• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সাকিবের বেহাল দশা ও পোলার্ড ঝড়ে হেরে গেল কেকেআর


প্রকাশিত: ৯:১৩ এএম, ২৯ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

স্পোর্টস রিপোর্টার   :  সাকিবের বেহাল দশা ও পোলার্ড ঝড়ে হেরে গেল কেকেআর- ব্যাট হাতে ব্যর্থ। চার বলে ছয় রান। একটি চার। বল হাতে চার ওভারে ৩০ 1রানে এক উইকেট। সাকিব জ্বলে উঠতে পারেননি। কলকাতা নাইটরাইডার্সও (কেকেআর) নিভে যায়। বৃহস্পতিবার নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ছয় উইকেটে হারিয়েছে কেকেআরকে।

আইপিএলের ২৪তম ম্যাচে ১২ বল বাকি থাকতে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো মুম্বাই।টস হেরে ব্যাট করা কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাটে (৫৯) পুরো ২০ ওভারে ১৭৪ রান করে পাঁচ উইকেটে। দুটি উইকেট নেন মুম্বাইয়ের কিউই পেসার টিম সাউদি। ১৭৫ তাড়া করতে নামা মুম্বাই এগিয়ে যায় অধিনায়ক রোহিত শর্মার ৪৯ বলে অপরাজিত ৬৮ রানের সহায়তায়।

তবে মুম্বাইকে বড় জয় এনে দেয়ার কৃতিত্ব কিয়েরন পোলার্ডের। মাত্র ১৭ বলে ৫১ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলেন এই উইন্ডিজ অলরাউন্ডার। তার ইনিংসে দুটি চার ও ছয়টি ছয়। দুটি উইকেট নেন কেকেআরের ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন।