• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সাকিবদের দাপটে কোনঠাসা লংকা- ১২৯ রানের লিড টাইগারদের


প্রকাশিত: ৫:১৬ পিএম, ১৭ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

স্পোর্টস অনলাইন ডেস্ক :  সাকিবদের দাপটে কোনঠাসা লংকা- কলম্বোতে নিজেদের শততম টেস্টের 24তৃতীয় দিনে সাকিব আল হাসান শতক, সৌম্য-মুশফিক-মোসাদ্দেকের অর্ধশতকে ভর করে প্রথম ইনিংসে ১২৯ রান লিড নিয়েছে টাইগাররা।

দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে বাংলাদেশ ২১৪ রান করে।  এর আগে দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে শ্রীলংকার করা ৩৩৮ রানের জবাবে শততম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই দুই ব্যাটসম্যান— তামিম ইকবাল ও সৌম্য সরকার দলকে দারুণ সূচনা এনে দেন। দলীয় ৯৫ রানের মাথায় তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে আউট হন তামিম।

এরপর অর্ধশতক তুলে নেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। ইমরুল কায়েসকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ৩৫ রান যোগ করেন তিনি। দলীয় ১৩০ রানে সৌম্যকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন লংকান স্পিনার সান্দাকান। সৌম্য করেন ৬১ রান।

সৌম্যের আউটের পর ব্যাট করতে নামেন শততম টেস্টে দলে ফেরা সাব্বির রহমান। ইমরুল কায়েসকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ৬২ রান যোগ করেন তিনি। দলীয় ১৯২ রানে ইমরুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন সান্দাকান। ইমরুল করেন ৩৪ রান।

ইমরুলের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামেন তাইজুল ইসলাম। তবে যে উদ্দেশ্যে তাকে পাঠানো তা সফল হয়নি। রানের খাতা খোলার আগেই সান্দাকানের করা পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে ২ উইকেটে ১৯২ রান তোলা বাংলাদেশের স্কোরকার্ড হঠাৎ করেই পরিণত হয় ৪ উইকেটে ১৯২ রানে।

তাইজুল আউট হওয়ার পর ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। দলীয় সংগ্রহে আর মাত্র ৪ রান যোগ হওয়ার পর আবারও উইকেট হারায় সফরকারীরা। এবার দারুণ খেলতে থাকা সাব্বির রহমানকে সাজঘরে ফেরত পাঠিয়ে টাইগার শিবিরে আঘাত হানের লংকান পেসার সুরঙ্গা লাকমল। ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সাব্বির করেন ৪২ রান।

বুধবার শুরু হওয়া কলম্বো টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩৩৮ রানে স্বাগতিকদের অলআউট করে টাইগাররা। গল টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয় টাইগারদের। সেই হতাশা ভুলে ‍এবার কলম্বোয় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।