• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সাকিবদের কেকোআরের এখনও সম্ভাবনা আছে—


প্রকাশিত: ৮:৫৭ পিএম, ২১ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

স্পোর্টস রিপোর্টার  :  কেকোআরের এখনও সম্ভাবনা আছে—। গত দুই ম্যাচে হারার পরও প্লে-অফে kkrযাওয়ার সম্ভাবনা রয়েছে কেকেআরের। তবে পোড়াতে হবে কাঠখড়ি, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নাম্বারে রয়েছে কলকাতা। তাদের পরেই ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ানস। নেট রান রেটের কারনে মুম্বাই পিছিয়ে আছে কলকাতা থেকে।

তবে কলকাতাকে প্লে-অফে খেলতে হলে অবশ্যই শেষ ম্যাচ জিততে হবে। তারপরও নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হতে পারে সাকিবদের কলকাতার।

কেকেঅারের প্লে-অফ সমীকরন
– ইডেনে রবিবার সানরাইজার্সকে হারাতে হবে।
– এরপর নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হতে পারে।
– নেট রান রেটে গুজরাত, মুম্বাই আর দিল্লির থেকে কলকাতা এখনো এগিয়ে।

প্লে-অফ ম্যাচ নিয়ে শাহরুখ য বললেন
ম্যাচ থেকে বেরিয়ে গেলো কেকেআর। অশা করছি আইপিয়েল থেকে নয়। গুজরাত খুভ ভালো খেলেছে জয়টা তাদের প্রাপ্য ছিলো। আমি কেকেআর, রাজত্ব করাটা নতুন করে শিখতে হবে আমাদের।