• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘সরকার সমর্থকরাও ভোট দিতে যাননি’


প্রকাশিত: ১০:৩০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

বিশেষ প্রতিনিধি :  ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক অনেক ভোটারও ভোট দিতে যাননি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভোটারদের আস্থাহীনতার কারণে গতকাল শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট কম পড়েছে কিনা জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘অনাস্থার কারণে ভোটে যাননি, এটা আমার কাছে মনে হয়নি। অনাস্থার কারণে যদি ভোটে না যেতেন, তাহলে যারা সরকারি দল তাদের তো অন্তত ভোটে অনাস্থা নাই। তাদের যদি সব ভোটার ভোট দিতেন, তাহলেও তো এত কম ভোট পড়তো না। তার মানে হলো যারা সরকারকে সমর্থন করেন, তাদেরও অনেক ভোটার ভোট দিতে যান নাই।’

তার মতে, ‘আমি গেলেও সমস্যা নাই, এ ধরনের একটা মনোভাব থেকে হয়তো অনেকেই ভোট দিতে যান নাই।’ ভোট দিতে না যাওয়ার আরও কিছু কারণ তুলে ধরেন ইসি সচিব। তিনি বলেন, জনগণ ছুটি পেয়েছে, অনেকে ছুটি ভোগ করেছে। কেউ কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল।মো. আলমগীর বলেন, ‘নির্বাচনের বিষয়ে পর্যবেক্ষকদের তো কিছু মতামত থাকবে। ভবিষ্যতে ভোটার উপস্থিতি বাড়াতে কী করা যায়, সে বিষয়ে তাদের হয়তো পরামর্শ থাকবে।’ সেগুলো দেখে হয়তো কমিশন সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।