• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

‘সরকার জঙ্গিবাদ জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে’


প্রকাশিত: ৮:৫৩ পিএম, ২৬ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

ffস্টাফ রিপোর্টার :   সরকার জঙ্গিবাদকে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেকদিন যে ঘটনাগুলো ঘটছে, তাতে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে উঠেছি, উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে ৩/৪টি ঘটনা ঘটল আত্মঘাতী বোমা হামলার। সরকারের একেক প্রতিষ্ঠান-এজেন্সি একেক রকম বক্তব্য দিচ্ছে।’

‘আসলে সরকার জঙ্গিবাদ সমাধান করতে চায় না। তারা এটাকে জিইয়ে রেখে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। কোনোমতে জঙ্গিবাদ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেই আহ্বান আমরা জানাচ্ছি’ যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু ঘটলেই বিএনপিকে দোষারোপ করেন। এটা ভয়াবহ একটা প্রবণতা। এসব বন্ধ করে সঠিক তদন্ত না করে যদি প্রথমেই এ ধরনের উক্তি করা হয়, তাহলে  কোনো দিনই সত্য উৎঘাটিত হবে না।’

তিনি বলেন, ‘আমরা সেই কারণে বার বার দাবি জানিয়ে আসছি- জঙ্গিবাদের মতো ভয়াবহতা রোধ করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। সব রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি করে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এটাকে প্রতিরোধ করতে হবে।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে বিএনপি মহাসচিব ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জুয়েল, কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, ফারুক আহমেদ, কামরুজ্জামান দুলাল প্রমুখ।