• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

‘সরকারি কর্মচারী গ্রেফতারে অনুমতি লাগবে’


প্রকাশিত: ৭:৩৩ পিএম, ২০ আগস্ট ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

 

 

 

বিশেষ প্রতিনিধি : যেকোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণ না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করতে হলে অনুমোদন নেওয়ার বিধান রেখে সরকারি চাকরি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার। ২০ আগস্ট, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘অনেক দিন আলোচনার পর আইনটি আসছে। অনেক বিষয়ই বিধির জন্য রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের ফৌজদারি অপরাধে অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি লাগবে। চার্জশিট গৃহীত হলে আর অনুমোদন নেওয়া লাগবে না।’

এই আইন পাস হলে দুদক ফাঁদ পেতে কোনো সরকারি কর্মচারীকে গ্রেফতার করতে পারবে কি না–এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘চার্জশিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। চার্জশিট হওয়ার আগে গ্রেফতার করতে হলে আগে অনুমতি নিতে হবে।’এই আইনের শিরোনাম ‘সরকারি কর্মচারী আইন’ থেকে বদলে হয়েছে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ করা হয়েছে।