সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার ষড়যন্ত্র হচ্ছে-খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদক.ঢাকা: বর্তমান সরকারকে দেশ বিরোধী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য এ সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ২০ দলের শরীর লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশের সঙ্কট নিয়ে আমরা প্রতিদিনি বলে যাচ্ছি। কিন্তু সরকার তা কানে তুলছে না। সরকারের কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ‘সীমান্তে প্রতিদিন বাংলদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি ভূমিকা রাখতে পারছে না। আমাদের সময়ে সীমান্তরক্ষীরা অনেক শক্তিশালী ছিল। তাদের সব ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে।