• বুধবার , ১৪ মে ২০২৫

সমকামী নাইটক্লাবে হামলাকারীর মসজিদে এবার আগুন দুবৃত্বদের


প্রকাশিত: ১২:৩৪ এএম, ১৩ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২০৮ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার : অর্লান্ডোর নাইটক্লাবে হামলাকারীর মসজিদে আগুন দিয়েছে দুবৃত্বরা। যুক্তরাষ্ট্রের অর্লান্ডোতে 123সমকামীদের নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন ফ্লোরিডার যে মসজিদে নামাজ পড়ত সেই মসজিদে আগুন দেয়া হয়েছে। গত জুনে পালস্‌ নাইটক্লাবে বন্দুক হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন ওমর মতিন। এসময় আরো ৫৩ জন আহত হন।

পুলিশের গুলিতে হামলাকারী ওমর মতিন নিজেও নিহত হয়। যুক্তরাষ্ট্রে ইতিহাসে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা। অরল্যান্ডো থেকে ১৬১ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ইসলামিক সেন্টারের মসজিদে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সূত্র: রয়টার্স