• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সন্নাস ছেড়ে ফের অশ্লীল ভিডিও প্রকাশ-হট সমালোচনা-সোফিয়া!


প্রকাশিত: ৩:৩৭ পিএম, ১১ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৪১ বার

অনলাইন ডেস্ক : এবার সন্নাস ছেড়ে অশ্লীল ভিডিও প্রকাশ করে ফের সমালোচনায় সোফিয়া! কয়েক মাস আগেই গ্ল্যামার 00011দুনিয়া থেকে ছুটি নিয়ে সন্ন্যাস নিয়েছিলেন তিনি। সকলকে জানিয়ে মাদার হয়েছিলেন সোফিয়া হায়াত।

কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে যে ভিডিও পোস্ট করেছেন তা দেখে অবাক সকলে। মাদার হওয়ার পরও সোফিয়ার এই রূপ দেখে রীতিমতো চমকে গেছে বলি টাউন। 05এই ভিডিও দিয়েই নতুন করে আলোচনায় এসেছে তিনি।

অনেকেরই প্রশ্ন, আদৌ কি সন্ন্যাস নিয়েছেন সোফিয়া?

সন্ন্যাস নিলে কি এই ধরনের আচরণ করা সম্ভব?

এমন অশ্লীল ভিডিও প্রকাশ করা কিভাবে সম্ভব, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যগুলোতে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আনন্দবাজার প্রত্রিকা বলছে, সোফিয়ার জন্ম ব্রিটিশ মুসলিম পরিবারে। স্বাচ্ছন্দ্যের জীবন কাটানো, র‍্যাম্পে সাফল্যের সিঁড়িতে হাঁটা, ফ্যাশন ম্যাগাজিনের ঝাঁ চকচকে কভারে পোজ দেওয়া, বলিউডের গ্ল্যামার-স্রোতে ভাসা, রসালো বিতর্কের শিরোনামে থাকার পর হঠাতই ক্যাথলিক ধর্মে দীক্ষিত হওয়া।

সন্ন্যাসিনী হয়ে সোফিয়া হয়েছেন গাইয়া মাদার সোফিয়া। তার মতে, সমস্ত ধর্মের উত্স মাদার মেরি। আমরা তারই সন্তান।

সর্বধর্ম সমন্বয়ের পাঠ তো অনেকেই দিয়েছেন। তবে সে তালিকায় সোফিয়া হায়াতের নাম থাকাটা একটা চমকপ্রদ বিষয় তো বটেই।

তবে এই নয়া ভিডিও প্রমাণ করল চমকের এখনও অনেক কিছুই বাকি।