• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

সচিবের পিস্তলের গুলি প্রাণ নিল স্ত্রী’র


প্রকাশিত: ১:২০ পিএম, ৩০ অক্টোবর ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

স্টাপ রিপোর্টার :   রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহমুদ রেজা খানের স্ত্রী সুফিয়া খানের ssগুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় থানার নিউ এলিফ্যান্ট রোডের ২৪৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সুফিয়া খানকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

সুফিয়া খানের স্বামী মাহমুদ রেজা খান চার দিন আগে অবসরে যান। তিনি দাবি করেছেন, তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন স্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জাতিরকন্ঠকে বলেন, নিহতের স্বামীর দাবি তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে থেকে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত বলা যাবে।