সংসদে লিটন চৌধুরী চিফ হুইপ
সংসদ রিপোর্টার : নতুন মন্ত্রিপরিষদের মতো প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ পরিচালনায়ও বেছে নিয়েছেন নতুন মুখ। সংসদ নেতার সুপারিশে মন্ত্রীর পদমর্যাদায় এবার সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত ছয় বারের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন বা লিটন চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ নেতার পরামর্শক্রমে গতকাল চিফ হুইপ ও হুইপদের এই নিয়োগাদেশ জারি করেন।
বিধি মোতাবেক হুইপদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। এদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার একাদশ সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন। এর মধ্যে হুইপ পদে পুরনো মুখ হিসেবে সংসদ নেতা আস্থা রেখেছেন এমপি আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও মাহবুব আরা গিনির প্রতি। এ ছাড়া নতুন মুখ হিসেবে হুইপ পদে সংসদ নেতার আস্থা অর্জন করেছেন সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শামসুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এদিকে শহীদুজ্জামান সরকারের ডেপুটি স্পিকার হওয়ার গুঞ্জন রয়েছে।