• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা বিশ্বের ৩৬তম ক্ষমতাধর নারী


প্রকাশিত: ৭:২২ এএম, ৭ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

Hasina-fobs mag-www.jatirkhantha.com.bd

ফোর্বস ম্যাগজিনের ওয়েবসাইট অবলম্বনে প্রিয়া রহমান   :   বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন সোমবার বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ৩৬তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ২০১৫ সালে তালিকায় ৫৯তম স্থানে ছিলেন তিনি।

তালিকায় প্রথম স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল। তিনি টানা ছয়বার এবং এবার নিয়ে ১১ বার ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন।

গতবারের মতো এবারও তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। ২০১৫ সালে চতুর্থ স্থানে থাকলেও এবার তৃতীয় স্থানে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জ্যানেট ইয়েলেন।

তালিকায় তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছেন বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। পঞ্চম স্থানে রয়েছেন বহুজাতিক প্রতিষ্ঠান জেনারেল মোটরসের প্রধান নির্বাহী ৫৪ বছর বয়সি ম্যারি বারা। গত বছর তিনি ছিলেন ৬৫তম স্থানে।

ফোর্বসের তালিকায় ক্ষমতাধরদের মধ্যে শীর্ষ ১০ এ আরো আছেন- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ড (ষষ্ঠ), ফেসবুকের চিফ অপারেটিং অফিসার সেরিল স্যান্ডবার্গ (সপ্তম), ইউটিউবের প্রধান নির্বাহী সুসান ওজসিককি (অষ্টম), যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মেগ হুইটম্যান (নবম) এবং স্পেনের স্যানট্যানডার গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আনা প্যাট্রিসিয়া বোটিন।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে ১২তম স্থানে, মার্কিন প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল ওবামা ১৩তম স্থানে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় পরামর্শক (স্টেট কাউন্সিলর) অং সান সু চি ২৬তম স্থানে ও রানি দ্বিতীয় এলিজাবেথ ২৯তম স্থানে রয়েছেন। এবার তালিকায় স্থান পাননি ব্রাজিলের অপসারিত প্রেসিডেন্ট দিলমা রুফেস। তা ছাড়া ভারতের রাজনৈতিক অঙ্গনের কোনো নারী ফোর্বস ম্যাগাজিনের তালিকায় স্থান পাননি।