• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

শুন্য হাতে ফিরল টাইগাররা-উজ্জল শুধু কার্টারম্যান মুস্তাফিজ


প্রকাশিত: ২:১৩ পিএম, ২৭ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

2স্পোর্টস রিপোর্টার    : শুন্য হাতে ফিরল টাইগাররা-উজ্জল শুধু কার্টারম্যান মুস্তাফিজ- টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কাল কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচের পর দেরি করল না বাংলাদেশ দল। আজ সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন মাশরাফিরা।

`এর পর সেখান থেকে খেলোয়াড়েরা যে যার মতো চলে গেলেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নানা বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।বিমানবন্দরে সকলের মধ্যে  কর্টারম্যান মুস্তাফিজুর রহমান ছিল সবার  চেয়ে উজ্জল । দল হারলেও তার পারফরমেন্সে তাকে বিশ্বসেরা করেছে।

মন খারপ ছিল নাসিরের। বেশিরভাগ ম্যাচেই ডাগ আউটে বলে থাকতে হয়েছে নাসির হোসেনকে। তাই তাঁর মনটা একটু বেশীই খারাপ মনে হয়েছে ?
এবার নিরুত্তাপ সৌম্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য সরকার। এবার তাঁর নতুন করে শুরু করার পালা।