শিরিরচালায় চার গ্যাসচোর পাকরাও
গাজীপুর থেকে মোস্তফা কামাল প্রধান : এবার গাজীপুর সদর উপজেলার শিরিরচালায়চার গ্যাসচোর পাকরাও হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান জাতিরকন্ঠকে জানান, এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ২ নারীসহ ৪ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । তিততাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস এ অভিযান পরিচালনা করেন। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার সন্ধায় তাদেরকে এ দন্ড প্রদান করেন। এর আগে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় । দন্ডপ্রাপ্তরা হলো, শিশিরচালা এলাকার মোতালেব প্রধানের স্ত্রী রোকেয়া আক্তার শশী (২৯), একই এলাকার শাহজাহানের স্ত্রী নূরজাহান (৩২), পড়শীবাড়ী রেস্টুরেন্টের ম্যানেজার মর্তুজা মৃধা (২৯) এবং একই রেস্টুরেন্টের কেয়ারটেকার মোঃ আবুল হোসেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ জাতিরকন্ঠ কে জানান, দীর্ঘদিন ধরেই গাজীপুরের সদর উপজেলার শিরিচালা এলাকায় প্রায় প্রতিটি বাড়ী ও রেস্টুরেন্টে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে ব্যবহার করে আসছিল স্থানীয়রা । ইতিপূর্বে কয়েকবার অভিযান পরিচালনা করে অনেককে জরিমানা করা হয় এবং অবৈধ লাইন উচ্ছেদ করা হয় । কিন্ত উচ্ছেদের কয়েকদিন পর আবারো তারা গোপনে সংযোগ প্রদান করে। আর এসব সংযোগ প্রদানের সাথে জড়িত থাকে স্থানীয় প্রভাবশালীরা ।
বুধবার এসব প্রভাবশালীদেরকে গ্রেফতার ও অবৈধ লাইন বিচ্ছিন্ন করনে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় অনেক গ্যাস ব্যহারকারীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। অভিযান পরিচালনার সময় পড়শীবাড়ী রেস্টুরেন্ট থেকে মালিককে না পেয়ে এর ম্যানেজার ও কেয়ারটেকারকে আটক করা হয় এবং রেস্টুরেন্টের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় । একই এলাকার মোতালেব প্রধান ও শাহজাহানের বাসায় অভিযান চালিয়ে রোকেয়া আক্তার শশী ও নূরজাহানকে আটক করে পুলিশ ও তিতাস কর্তৃপক্ষ ।
পরে সন্ধায় মোবাইল কোর্টেও মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের জেল প্রদান করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।
অভিযান পরিচালনার সময় প্রায় ৩ কিলোমিটার এলাকার ১০০০ বাসার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৫শ মিটার পাইপ জব্দ করা হয় । অভিযানে তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ, উপ-ব্যবস্থাপক আবু সুফিয়ান ও মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌশলী যাদব সরকার, সাবিনুর রহমান, আনোয়ার হোসেন ও আসাদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।