• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

শাহরুখ খান সাবান-শ্যাম্পু ব্যবহার করেন না!


প্রকাশিত: ৮:৪০ পিএম, ২০ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮৬ বার

1বিনোদন রিপোর্টার  :  বলিউডের কিংখান শরীরের জন্য সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করেন না। বিষয়টি বলতে মোটেও দ্বিধা নেই তাঁর! নিজেই স্বীকার করেন। তবে বিষয়টি নিজ মুখেই পরিস্কার করলেন এ বলিউড তারকা।

আসন্ন ‘ডিয়ার জিন্দেগি’ চলচ্চিত্রের প্রচারণামূলক এক ভিডিও থেকে এ বিষ্মকর তথ্য জানা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, শুটিংয়ে নিজের পরিশ্রম এবং মেকআপের বিষয়ে কথা বলতে গিয়ে শাহরুখ জানান, দীর্ঘ সময় শুটিংয়ের পর একেবারেই ক্লান্ত হয়ে যান। আর এই ক্লান্তি কাটাতে অনেকক্ষণ ধরে গোসল করেন। হ্যাঁ, শুধু পানি দিয়ে, কোনো সাবান বা শ্যাম্পু ব্যবহার করেন না এ সময়!

শাহরুখ বলেন, আমি দীর্ঘ নিয়ে গোসল করি। স্রেফ শাওয়ারের নিচে অন্তত ঘণ্টা দুয়েক সময় কাটিয়ে দেই। শুধুই পানির নিচে থাকি, এমনকি সাবানও ব্যবহার করি না’।

এই কথায় একেবারে চমকে গিয়ে প্রশ্ন করেন আলিয়া, ‘আপনি সাবান ব্যবহার করেন না?’ এই প্রশ্নের জবাব ঝটপট দিয়ে ফেলেন শাহরুখ, ‘আমি সাবান বা শ্যাম্পু, কোনোটাই ব্যবহার করি না। সবটাই প্রাকৃতিক’—এই কথা বলে নিজের চুলের মাঝে হাত বোলান শাহরুখ।