• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

শাহজালালে গুলিসহ সন্দেহভাজন আ’লীগ নেতা


প্রকাশিত: ৬:৫১ পিএম, ২৪ মার্চ ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

বিমান বন্দর প্রতিনিধি : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাইফেল ও পিস্তলের গোলাবারুদসহ সন্দেহভাজন এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। রোববার (২৪ মার্চ) তাকে ৪২ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটক ব্যক্তির নাম এবিএম মাজহারুল আনাম। তিনি দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

অ্যাভসেক জানিয়েছে, এবিএম মাজহারুল আনাম অভ্যন্তরীণ বিমানে কক্সবাজার যাচ্ছিলেন। বিমানবন্দরে স্ক্যানিং এর সময় তার হাত ব্যাগে গুলি ধরা পড়ে। সেখানে রাইফেলের গুলি ৩২ রাউন্ড ও পিস্তলের ১০ রাউন্ড গুলি পাওয়া যায়। ওই যাত্রী কেবল পিস্তলের লাইসেন্স দেখাতে পেরেছেন। রাইফেলের গুলির কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জাতিরকন্ঠ কে বলেন, বিমানবন্দরে প্রবেশের সময় মাজহারুল আনামের কাছে গুলি থাকার বিষয়টি তিনি ঘোষণা করেননি। স্ক্যানিংয়ের সময় তার হ্যান্ড ব্যাগে গুলি গুলো ধরা পড়ে।পরে তাকে অ্যাভিয়েশন সিকিউরিটির অফিসে নিয়ে এসে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আটক মাজহারুলকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমান বন্দর থানার ওসি নূরে আজম জাতিরকন্ঠকে জানান, মাজহারুল আনামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্দেহ রয়েছে। এজন্য তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৫৪ ধারায় মামলা দায়ের করে তদন্ত করা হচ্ছে। এস আই মশিউর বাদী হয়ে রবিবার ২৪ মার্চ মামলা দায়ের করেছেন। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।