• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

শাহজালালে আনসার খুনে-তদন্ত কমিটি গঠন-মামলা


প্রকাশিত: ৭:১৪ পিএম, ৭ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

anser-shohag-www-jatirkhantha-com-bdস্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের হামলায় আনসার সদস্য নিহতের ঘটনায় তদন্ত 00কমিটি গঠন করা হয়েছে। এপিবিএনের অ্যাডিশনাল ডিআইজি হাসিব আজিজকে প্রধান করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডিশনাল এসপি সাইফুল ইসলাম শান্ত ও ইন্সপেক্টর মতিয়ার রহমান।

রবিবার সন্ধ্যার এই ঘটনায় সোমবার দুপুরে আনসারের ৩ নং প্লাটুনের কমান্ডার আশরাফুল ইসলাম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিমানবন্দর থানার ওসি নুরে আজম জানান, গ্রেফতারকৃত হামলাকারী শিহাবকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০। ধারা দেয়া হয়েছে, দণ্ডবিধি ৪৪৮/১৮৬/৩৩৩/৩৫৩/৩০২/৩০৭। মামলাটি তদন্ত করবেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফিক।

এদিকে সোমবার ‍দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে নিহত আনসার সদস্য সোহাগের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল খায়ের জানান, ছুরিকাঘাতে বুকের বামপাশে গুরুতর জখম হয়। ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ সোহাগের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার পুরশা গ্রামে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের ৪ নং গেইটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহাগ আলি (৩০) নামের এক আনসার সদস্য নিহত হয়। এই সময় আনসার ও এপিবিএনের সদস্যরা হামলাকারী শিহাবকে আটক করেন।

হামলাকারী শিহাব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার এই ঘটনা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে নাশকতার কোনো সংশ্লিষ্টতা আছে কী না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা সোমবার শিহাবকে জিজ্ঞাসাবাদ করেছেন।

জিজ্ঞাসাবাদে শিহাব অসংলগ্ন কথা বলছে যা কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। একজন কর্মকর্তা জানান, হামলাকারী যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সে নিজেকে কখনো শিহাব আবারো কখনো ডিজিটাল আকাশ বলে পরিচয় দিচ্ছে। সে জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি তার হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলেছে , ‘ যা তোর ছুরিকে কেউ প্রতিহত করতে পারবে না।’ সেই ছুরি নিয়ে আনসার সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে সে।