শান্তিপূর্ণ ভোট হচ্ছে সুন্দরগঞ্জে
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ১০৯টি কেন্দ্রে সকাল ৮টা ভোট নেওয়া শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নির্বাচনী এলাকায় বুধবার সাধারণ ছুটি।
প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ ও জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনে অন্য পাঁচ প্রার্থী হলেন- জাসদ (ইনু) মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, জাতীয় পার্টির (জেপি) ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, গণফ্রন্টের শরীফুল ইসলাম, এনপিপির জিয়া জামান খান ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসীন।
এবারের নির্বচনে ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। নির্বাচনী এলাকায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। দলীয় প্রতীকে অনুষ্ঠিত গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। এ ছাড়া পাঁচটি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেন।
অন্যদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী চারটি ইউনিয়নে, লাঙ্গল প্রতীকে জাপার প্রার্থী একটিতে জয়লাভ করেন। প্রতীক না থাকলেও জামায়াতের তিন প্রার্থী জয়ী হন তিনটি ইউনিয়নে। তবে সাতটি ইউনিয়নে জাপার প্রার্থী ছিলেন দ্বিতীয় অবস্থানে।গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।