• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

`শহীদ মিনারে খালেদার না যাওয়া-ভাষা আন্দোলনকে অস্বীকার করার সামিল’


প্রকাশিত: ১২:৩২ এএম, ২২ ফেব্রুয়ারি ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩০৪ বার

khaleda-shaheed minar-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা : `শহীদ মিনারে খালেদার না যাওয়া-ভাষা আন্দোলনকে অস্বীকার করার সামিল’ ।শহীদ মিনারে না যাওয়ায় খালেদার সমালোচনা করেছেন  ভাষা সৈনিক আহমদ রফিক।   বলেছেন,শীর্ষনেতারা যদি রাষ্ট্রের মূল জায়গাটিতে না যান, তাহলে তো ভাষা আন্দোলনকে অস্বীকার করার সামিল হয়। এর মানে হচ্ছে ভাষা আন্দোলন তাদের কাছে গুরুত্ব বহন করে না।

একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে না যাওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করেছেন একজন ভাষা সৈনিক।শহীদ মিনারে না গেলেও খালেদা জিয়া নিজের কার‌্যালয়ে মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন বলে তার প্রেস সচিব গণমাধ্যমকে জানিয়েছেন।