‘শরিয়তি বিচার’-পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে যুবককে নির্যাতন
গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালী গলাচিপা উপজেলায় ফিরোজ ফরাজী (২৬) নামে এক যুবককে গাছে বেঁধে এবং নগ্ন করে পুরুষাঙ্গের সঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে।’শরিয়তি বিচারের’ নামে সোমবার উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরি প্রথম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।
গোলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বারের নেতৃত্বে ৭-৮ জন সমাজপতি এ ঘটনা ঘটায় বলে নির্যাতিতের স্বজনরা অভিযোগ করেন।বৃহস্পতিবার গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ফিরোজের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
সুহরি প্রথম খণ্ড গ্রামের ফিরোজ ফরাজী পেশায় কাঠমিস্ত্রি।
ফিরোজের মা জাহানারা বেগম বলেন, সোমবার একই গ্রামের মন্নান হাওলাদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৫৫) তার ঘর সংস্কারের জন্য ফিরোজকে মোবাইলফোনে তাদের বাড়িতে আসতে বলে।
ফিরোজ ওই বাড়িতে গেলে এলাকার মেম্বার মোসলেম পেয়াদাসহ সমাজপতিরা মহিলার সঙ্গে ফিরোজের অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ‘শরিয়রি বিচারের’ নামে তাকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। এরপর গাছের সঙ্গে বেঁধে নগ্ন করে পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে দেয়।
খবর শুনে ফিরোজের মা জাহানারা বেগম ছেলেকে ছেড়ে দিতে কাকুতি-মিনতি করে। কিন্তু এতে মেম্বার ও সমাজপতিদের মন গলেনি।
একপর্যায়ে ফিরোজের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান।
তবে অভিযুক্ত মেম্বার মোসলেম পেয়াদা এ ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।