• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

শনির কবলে মাশরাফি’র দল-নাফিস কামালের বেহাল দশা!


প্রকাশিত: ৭:৩৭ পিএম, ১১ নভেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

স্পোর্টস রিপোর্টার  :  শনির কবলে মাশরাফি’র দল-টানা দু’ম্যাচ হেরে দলের বারোটা বাজছে? এ অবস্থায় নাফিস 0কামালের বেহাল দশা সৃষ্ঠি হয়েছে ? কি করবেন তিনি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চতুর্থ আসরে টানা দুই ম্যাচ হারলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বরিশাল বুলস ৬ উইকেটে হারায় তাদের।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩০ রানের টার্গেট দেয় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে পেরেরা। এছাড়া অধিনায়ক মুশফিকও করেন ৩৩। মূলত তাদের ব্যাটিংয়েই সহজে জয় খুজে পায় বুলস।

01এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মারলন স্যামুয়েলসের ৪৮ ও সোহেল তানভিরের অপরাজিত ৩০ রানের সুবাদে ১৩০ রান করে কুমিল্লা।  বরিশালের হয়ে দুই উইকেট নেন আবু হায়দার রনি। ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ইমরুল।

ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তাকে ক্লিন বোল্ড করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইমরুল কায়েসের পর খালিদ লতিফকে (১২) ফেরান আবু হায়দার রনি। পাকিস্তানি ওপেনারকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করেন বরিশাল বুলস পেসার আবু হায়দার। দলীয় ২৫ রানের মাথায় দুই উইকেট হারায় কুমিল্লা।

00এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে পাকিস্তানি পেসার সোহেল তানভীর ব্যাট হাতে জ্বলে উঠেন। মাত্র ১৯ বলে তিনটি ছক্কায় তিনি ৩০ রান করেন অপরাজিত থাকা এই পাকিস্তানি। তানভীরের সঙ্গে শেষ ওভারে ব্যাট করা কুমিল্লার দলপতি মাশরাফি (২) আবু হায়দারের বলে বোল্ড হন।