শক্তি প্রদর্শন ‘যুদ্ধের জন্য’ রাশিয়ান বিমান বাহিনীকে তৈরি থাকার নির্দেশ
ডেস্ক রিপোর্টার : ‘যুদ্ধকালীন সময়ের জন্য’ রাশিয়ান বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে সামরিক মহড়ার জন্য সেনা বাহিনীকেও নির্দেশ দিয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট ইউকে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’-এর বরাত দিয়া আরো জানায়, প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে।
তাস-এর প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগুর জানান, মহড়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে বোঝা যাবে যুদ্ধের জন্য বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে কি না। একই সঙ্গে যুদ্ধকালীন ব্যবস্থা ঠিক আছে কি না, তাও দেখা হবে।
তিনি আরো জানান, বিমান বাহিনী তাদের মহড়া শুরু করে দিয়েছে। শিগগিরই সেনা বাহিনীও মহড়া শুরু করবে। আমরা নিশ্চিত হতে চাই, যুদ্ধকালীন সময়ের জন্য আমাদের প্রতিরক্ষা বিভাগ প্রস্তুত রয়েছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে রাশিয়া তাদের সর্বোচ্চ সামরিক সক্ষমতা অর্জন করেছে বলে জানায় বিবিসি। ২০১৭ সালে সামরিক শক্তি ও অস্ত্রের পরিমাণ বাড়ানোর নতুন এক পরিকল্পনা প্রচার করেছে দেশটি।