• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

লোমহর্ষক ধর্ষণকারী সেই সাইফুল ৭ দিনের রিমান্ডে


প্রকাশিত: ৫:৩৫ পিএম, ২৭ অক্টোবর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

পার্বতীপুর প্রতিনিধি  :  দিনাজপুর পার্বতীপুরে লোমহর্ষক ও আলোচিত শিশুকন্যা ধর্ষণ মামলার প্রধান আসামি জেঠা repest-saiful-www-jatirkhantha-com-bdসাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার সাইফুল ইসলামকে দিনাজপুর আমলী আদালত-৫, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কৃষ্ণ কুমার রায়ের আদালতে হাজির করেন পাবর্তীপুর মডেল থানার এসআই স্বপন কুমার চৌধুরী। তিনি ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন দিনাজপুর কোর্টের পরিদর্শক হোসেন শহীদ সোরওয়ার্দী। আসামিপক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।উল্লেখ্য, পাবর্তীপুর উপজেলার জরিহাট তকেয়াপাড়া গ্রামের পাঁচ বছরের শিশুটি গত ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে  বাড়ির পাশে দোকানে আচার কিনতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ওইদিন রাতেই শিশুটির বাবা থানায় সাধারণ ডায়রি করেন।

পরদিন সকাল ৬টায় শিশুটিকে বাড়ির পাশে একটি হলুদ ক্ষেতে অচেতন ও গোপনাঙ্গে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় শিশুটির বাবা প্রতিবেশী জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজ (৪৮) কে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।