লাভের আশায় প্রধানমন্ত্রী যুবরাজের ড্রাইভার
ডেস্ক রিপোর্টার : পাকিরা সব পারে-আর তার প্রমাণ দিলেন খোদ ইমরান খান। লাভের আশায় এবার তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ড্রাইভার হয়ে গেলেন। পাকিস্তান সফরে তাকে বহনকারী গাড়িটি নিজে চালিয়ে নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।যুবরাজের থাকার ব্যবস্থা করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৬ সদস্যের মৃত্যুতে দুই দেশের উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে যুবরাজের এ সফর ঘিরে নেয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। খবর আলজাজিরার।
যুবরাজের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী। পাকিস্তানে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই তারা দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছেন।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল- দুই দেশের মধ্যে বিনিয়োগ, অর্থায়ন, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, অভ্যন্তরীণ নিরাপত্তা, সংবাদমাধ্যম, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার প্রসঙ্গে মোহাম্মদ বিন সালমান মন্তব্য করেন, ‘এই সহযোগিতা প্রতি মাসে, প্রতি বছর বাড়তে থাকবে।আমরা মনে করি, সামনের দিনগুলোতে পাকিস্তান একটি খুবই গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উঠে আসবে। তাদের সেই উন্নতিতে অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই আমরা। সেখানে যুবরাজ নিজের দেশের বিষয়ে তার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।তেল নির্ভরতা কমিয়ে সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখীকরণের ক্ষেত্রে তিনি পর্যটনশিল্প বিকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন।যুবরাজের ভাষ্য, সৌদি আরবের লক্ষ্য- ১০ কোটি পর্যটক। ২০৩০ সালের মধ্যে না হলেও ক্রমেই সেই লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী।