লাঞ্চের আগেই মহা চাপে বাংলাদেশ-মঈন ভেলকিতে শেষ ইমরুল-মমিনুল
স্পোর্টস রিপোর্টার : মঈন আলীর ঝড়ে হঠাৎই এলোমেলো বাংলাদেশ। এই স্পিনার এক ওভারে ফিরিয়েছেন স্বাগতিকদের দুই ব্যাটসম্যানকে। ইমরুল কায়েসকে বোল্ড করার পর আউট করেছেন মমিনুল হককেও। দ্রুত দুই উইকেট হারিয়ে তাই চাপে পড়ে গেছে বাংলাদেশ। মমিনুল আউট হওয়ার পরই লাঞ্চ বিরতিতে গেছে দুদল, সে পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৯ রান।
শুরুটা দারুণ করেছিলেন ইমরুল কায়েস। যদিও ইনিংসটা বড় করতে পারলেন না বাংলাদেশের এই ওপেনার। আউট হয়েছে গেছেন তিনি। মঈন আলীর বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান তিনি ২১ রান করে। তাতে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
ইমরুলের আ্উটের ধাক্কা কাটানোর জন্য মাঠে আসেন মমিনুল। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাঁহাতি এই ব্যাটসম্যান উল্টো আরও চাপ বাড়িয়ে ফেরেন প্যাভিলিয়নে। দুই বল পরই যে ওই মঈন আলীর বলে ক্যাচ দেন বেন স্টোকসেরে হাতে। রানের খাতাটা তখনো খোলা হয়নি মমিনুলের। তার আউটের পর লাঞ্চে যাওয়ার সময় তামিম অপরাজিত ছিলেন ৭ রানে।
এর আগে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড আর মাত্র ৩৫ রান যোগ করে অলআউট হয়। ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ২৯৩ রানে।