• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

লাইভ ফেসবুক আড্ডা-আজ রাত ১০টায় আসছেন তামিম ইকবাল


প্রকাশিত: ৬:৪৬ পিএম, ১৬ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

স্পোর্টস রিপোর্টার   :  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দেবেন 11বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। বৃহস্পতিবার রাত ১০টায় তামিম থাকবেন ফেসবুক লাইভে।

এসময় তার অফিসিয়াল পেজে গিয়ে প্রশ্ন ছুড়ে দিতে পারেন ভক্তরা। তামিমের প্রতিশ্রুতি, তিনি দেবেন জবাব।এই প্রথম বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ ফেসবুক লাইভে ভক্তদের মুখোমুখি হতে যাচ্ছেন।  বৃহস্পতিবার বিকালে তামিমের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা 22হয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আজ রাত ১০টার সময় ফেসবুক লাইভ এর মাধ্যমে আমি উপস্থিত হব আমার পেইজ-এ ইনশাল্লাহ। কিছুক্ষণ কথা হবে, গল্প হবে, আড্ডা হবে আপনাদের সাথে। প্রশ্ন থাকলে লিখে ফেলতে পারেন এই পোস্টে। যথা সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো।’