• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

র‌্যাবের সঙ্গে রামপুরায় ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত-২


প্রকাশিত: ২:২০ পিএম, ৩০ নভেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর পূর্ব রামপুরায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুই যুবক ছিনতাই, rrচাঁদাবাজি ও ডাকাতি মামলার আসামি বলে দাবি করেছে র‌্যাব। নিহত দুই যুবকের এখনো পরিচয় শনাক্ত হয়নি। র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, রাত দুইটার দিকে ব্যাংক কলোনির বালুর মাঠ এলাকায় র‌্যাবের টহল ডিউটির সময় অজ্ঞাত পাঁচ-ছয়জন যুবককে চ্যালেঞ্জ করে।

এসময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবের চার সদস্য আহত হন। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই যুবক গুরুতর আহত হয়। বাকিরা পালিয়ে যায়।

আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছরের মধ্যে।