• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ-আজ মি. ফিজের জাদু দেখবে


প্রকাশিত: ২:১২ এএম, ২৪ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

স্পোর্টস রিপোর্টার  :  রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ আজ মি. ফিজের জাদু দেখবে । ইংলিশ কাউন্টির fij-www.jatirkhantha.com.bdদল সাসেক্সের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে আজ রবিবার মাঠে নামবেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ সময় বিকাল ৪টায় চেল্টানহামে ম্যাচটি শুরু হবে।

সাসেক্সের হয়ে খেলা মোস্তাফিজের প্রথম ম্যাচ দুটি ছিল টি২০ টুর্নামেন্টের। এবার রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মাঠে নামবেন তিনি। ৫০ ওভারের এই ম্যাচে সাসেক্সের প্রতিপক্ষ গ্লুসেস্টারশায়ার।

ইংল্যান্ডে অভিষেক ম্যাচে জাদু দেখিয়েছিলেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট শিকার করেছিলেন। তার দল সাসেক্স জিতেছিল। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন কাটার মাস্টার।

দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেননি মোস্তাফিজ। ৩.২ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি। তার দল সাসেক্সও সারের কাছে হেরে গেছে।