• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-জাতিসংঘ সমঝোতা স্মারক সই


প্রকাশিত: ৯:৩১ পিএম, ১৩ এপ্রিল ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

অনলাইন ডেস্ক  :  মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়নের মুখে বাংলাদেশে roahপালিয়ে আসা রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকশিনার ফিলিপ্পো গ্র্যান্ডি ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড মেনে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবাসনে একটি ফ্রেমওয়ার্কের ব্যাপারে একমত হয়েছে উভয়পক্ষ। এদিকে রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তা, নিরাপত্তা ও সহায়তা দেয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছে ইউএনএইচসিআর।