• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গাদের দুর্দশা দেখলো ইউএন টিম


প্রকাশিত: ২:১৫ পিএম, ২৯ এপ্রিল ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

বিশেষ প্রতিনিধি :  রোহিঙ্গা নির্যাতনের কথা শুনে আতকে উঠলো ইউএন টিম। তাঁরা বললো, মানুষ হয়ে এভাবে কেউ মানুষকে UN team in tambru-www.jatirkhantha.com.bdনির্যাতন করতে পারে? নির্যাতিত রোহিঙ্গাদের কথা শুনে তাদের দুর্দশা দেখে এভাবেই মন্তব্য করে  তাঁদের সহানূভূতি জানালেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি (ইউএনএসসি)।

এবারই প্রথম তুমব্রু ক্যাম্পে পৌঁছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি (ইউএনএসসি) রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে দেখলো।এর আগে আজ রবিবার ২৯ এপ্রিল সকাল সোয়া ৯টার দিকে ১৫ সদস্যের প্রতিনিধিদলটি সেখানে পৌঁছান। দুপুর পৌনে ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনারপাড়া জিরো পয়েন্ট ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের করেন তারা।

এ সময় তারা মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনে আতকে ওঠেন কয়েক সদস্য।জিরো পয়েন্ট পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানেও তারা রোহিঙ্গাদের নির্যাতনের কতা শোনেন।  বিকেলে তাদের ঢাকা ফেরার কতা রয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশিদ আলম প্রতিনিধিদলকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ১৫ সদস্যের প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে বলিভিয়া, ইকুয়েটোরায়েল গায়েনা, ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, নেদারল্যান্ডস, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধি এবং আইভরি কোস্টের উপ-স্থায়ী প্রতিনিধি রয়েছেন। সোমবার প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য দুইদিনের সফরে মিয়ানমার যাবেন।