রোহিঙ্গাদেরকে মৃত্যুকূপে ঠেলে দিবেন না-ন্যাপ বাংলাদেশ
স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ফারুকুল ইসলাম ও মহাসচিব নেয়াজ আহমদ খান এক যুক্ত বিবৃতিতে শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশকে মানবিক বিবেচনায় মিয়ানমারের নির্যাতিত ও মজলুম রোহিঙ্গা মুসলমানদের পক্ষে থাকার আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ নির্মূল চক্রান্ত হতে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের রক্ষার্থে বাংলাদেশকে “পুশ ব্যাক” তথা মৃত্যুরূপে ঠেলে দেওয়ার কৌশল বন্ধের দাবী জানিয়েছেন।
ন্যাপ বাংলাদেশ নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে জাতিসংঘকে রোহিঙ্গাদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন ও প্রয়োজনে রাখাইন প্রদেশে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরীহ রোহিঙ্গা শরনার্থীদের জীবন রক্ষায় বাংলাদেশ সরকারকে সাহায্য-সহযোগিতার আহবান জানিয়েছেন। বিবৃতিতে ন্যাপ বাংলাদেশ এর নেতৃবৃন্দ অং সান সূচী’র সরকারের তীব্র সমালোচনা করে রাখাইনে সে দেশের সেনাবাহিনী কর্তৃক গনহত্যা অবিলম্বে বন্ধের দাবী জানিয়েছেন।