• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

রোববার থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল


প্রকাশিত: ৯:১৫ পিএম, ৩০ জানুয়ারী ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

Hartal-www.jatirkhantha.com.bd-----------স্টাফ রিপোর্টার.ঢাকা: আগামী রোববার থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এদিকে, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহবান নাকচ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব শুক্রবার দলীয় প্যাডে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাদের ‘শান্তিপূর্ণ’ অবরোধ অব্যাহত থাকবে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ১৫ লাখ পরীক্ষার্থীর ভাগ্যের কথা বলে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি ও ২০ দলীয় জোটের প্রতি আহবান জানিয়েছেন। এই অবৈধ সরকার পরীক্ষার ফলাফল অস্বাভাবিক, অতিরিক্ত কৃতকার্য দেখানোর জন্য শিক্ষার্থীদের পড়াশুনা ও প্রতিযোগিতার মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে জাতিকে পঙ্গু বানিয়ে ফেলেছে। তারা আবার পরীক্ষার্থীদের ভাগ্যের কথা বলে!

তিনি বলেন, ১৬ কোটি জনগণের ভাগ্যের কথা ভেবে ভোটারবিহীন সরকার পদত্যাগ করলেই তো দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। কঠিন কঠোর ব্রত নিয়ে পথে পথে গড়ে ওঠা শান্তিপূর্ণ অবরোধ অব্যাহত রাখতে হবে।

রিজভী বলেন, এই অবরোধ দেশে শান্তির জন্য, নিরাপত্তার জন্য। মানুষকে তার প্রাপ্য সন্মান ফিরিয়ে দেওয়ার জন্য কোনো চোখ রাঙ্গানি, হুমকি আর যৌথ বাহিনীর টার্গেট প্রাকটিস আন্দোলনকারীদের অদম্য পথ চলাকে থমকে দিতে পারবে না।

একইসঙ্গে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ৭২ ঘণ্টার হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সভা-সমাবেশের অধিকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধী জোট।  এসএসসি পরীক্ষার সময় অবরোধ চলবে বলে জানিয়েছেন রিজভী।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে শুরু হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ১০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার সূচি রয়েছে।