• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

রেড হট অবতারে অন্তঃসত্ত্বা কারিনা!


প্রকাশিত: ৫:৪৪ পিএম, ১৫ নভেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৫৫ বার

 
614বিনোদন রিপোর্টার : রেড হট অবতারে অন্তঃসত্ত্বা কারিনা! এ যেন এলেন দেখলেন মাত করলেন ভক্তদের মন।গেল কয়েক সপ্তাহ ধরে কারিনা কাপূর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন! সাইফ বাবা হলেন!

এমন খবরে মুখর ছিল আর্ন্তজাতিক শোবিজ অঙ্গন। আর এই গুজব কাটাতে গত সপ্তাহে মিডিয়া সাফ সাইফ জানিয়েছিলেন, কারিনা এখনো সন্তান জন্ম দেননি।

তবে সব গুজবকে উড়িয়ে এবার ক্যামেরা সামনে আসলেন সাইফ বধু অন্তঃসত্ত্বা কারিনা।

শুধু ক্যামেরার সামনেই নাহ, সাবলীলভাবে পোজও দিয়েছেন এক সময়ের বলিউড কাপানো এ নায়িকা।

কিছু দিন আগেই একটি ফ্যাশন শো’য়ে রাজকীয় সাজে বেবি বাম্প নিয়ে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন হবু মা কারিনা।

শুধু তাই নয়, সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য সাইফের সঙ্গে ফোটোশুটেও সকলের নজর কেড়েছিলেন তিনি।

এ বার অ্যাওয়ার্ড ফাংশনেও রেড হট অবতারে ভক্তদের মাতিয়ে গেলেন।