• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

রেখার আন-টোল্ডস্টোরি-আমাকে জোর করে চুমু খেয়েছিল: রেখা


প্রকাশিত: ২:২৫ পিএম, ৭ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৬৬ বার

 

বিনোদন রিপোর্টার : রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। বলিউডে বিতর্কের রাণী হিসেবেও ধরা হয় তাকে।
333
বাস্তব জীবন হোক আর অভিনয় জীবন হোক সব ঘটনা রহস্যের আড়ালে রাখতে পছন্দ করেন তিনি।

তবে সম্প্রতি ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে সামনে এসেছে রেখার জীবনের বিতর্কিত দু’টি বিষয়।

66বইটি লিখেছেন ইয়াসির ওসমান।

বইটিতে বলা হয়েছে, ‘আনজানি সফর’ সিনেমার শুটিংয়ের সময় ছবির নায়ক বিশ্বজিত রেখাকে জোর করে চুমু খেয়েছিলেন।

ছবিতে একটি চুমুর দৃশ্য ছিল। তবে বিশ্বজিত নাকি জোর করে অনেক সময় ধরে রেখাকে চুমু খেয়েছিলেন। আর এতে স্তম্ভিত হয়ে যান রেখা।

তবে বিশ্বজিতের দাবি ছিল, গোটা ঘটনাটি পরিচালকের নির্দেশেই করেছেন তিনি। ফলে এতে নাকি তার কোনো দোষ নেই।

বইয়ের আরেক জায়গায় বলা হয়েছে, কলকাতায় বিনোদ মেহেরাকে বিয়ে করার পর মুম্বাইয়ে শ্বশুর বাড়িতে যান নায়িকা। কিন্তু, বিনোদের মা ছেলের বউ হিসেবে রেখাকে মেনে নেননি।

প্রতিবেশীদের সামনে অপমান করা হয় তাকে। রেখাকে উদ্দেশ্য করে জুতো ছুঁড়েও মারা হয়েছিল বলে অভিযোগ করেন রেখা।