• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

রিয়াদ ক্যাচ ফেললেও- ম্যাজিক দেখালো সাকিব


প্রকাশিত: ৬:১৬ এএম, ২৬ ডিসেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

sakib-www-jatirkhantha-com-bd

স্পোর্টস রিপোর্টার : দলীয় ৭৯ রানে তাসকিনের বল কাট করতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ দেন কিউই অধিনায়ক। ৩৬ বলে ৩১ রান করেন উইলিয়ামসন।

এরপর অবশ্য ভালোই খেলতে থাকেন টম ল্যাথাম ও নেইল ব্রুম জুটি। ১০ ওভা্রেই স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। অবশ্য এর মধ্যেই ফিরতে পারতেন ব্রুম। তবে মিড অফে ব্রুমের ক্যাচ ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ব্রুমের রান তখন ১৭।rr

তবে ক্যাচ মিসের মাশুল দিতে হয়নি টাইগারদের। ফিরতি ওভারেই ব্রুমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। ৩২ বলে ২২ রান আউট হন এই কিউই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মানরো, লুক রনকি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।