• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

রিয়াজ-মাহি জুটির বিশ্ব প্রিমিয়ার ‘কৃষ্ণপক্ষ’


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৪ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪১১ বার

 
বিনোদন রিপোর্টার : ঈদুল আজহায় চ্যানেল আই বেশ ক’টি নতুন ছবির বিশ্ব প্রিমিয়ার করছে। সেই ধারাবাহিকতায় আজ 8১৪ সেপ্টেম্বর চ্যানেলটি প্রচার করছে রিয়াজ-মাহি জুটি অভিনীত প্রথম ছবি ‘কৃষ্ণপক্ষ’।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। এতে অভিনয় করেছেন- রিয়াজ, মাহিয়া মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, মৌটুসি বিশ্বাস, তারিক স্বপন, পাভেল আজাদ, ফারুক আহমেদ, কাদের চৌধু7রী, পূজা, স্বাধীন খসরু প্রমুখ।

ছবিটি দেখানো হবে আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে।

একই চ্যানেলে একই সময়ে কাল ঈদের তৃতীয় দিন বিশ্ব প্রিমিয়ার হবে ‘শঙ্খখচিল’ ছবির। গৌতম ঘোষের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম সিকদার, আনুম রহমান খান, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, শাকিল আহমেদ, রিয়াজ মাহমুদ জুয়েল, দীপঙ্কর দে, অরিন্দম শীল, শাহেদ আলীসহ আরও অনেকে।

ঈদের চতুর্থ দিন একই সময়ে প্রচার হবে ছবি ‘ডাই হার্ড’। হলিউডের আলোচিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন ম্যাকটিয়েরনান।
ঈদের পঞ্চম দিন ‘মুসাফির’। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। অভিনয়ে আরেফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, আফজাল শরীফ, টাইগার রবিসহ অনেকে।

ঈদের ষষ্ঠ দিন ঈদ উৎসবের শেষ ছবি হিসেবে সকাল সোয়া দশটায় দেখানো হবে ‘পৌষ মাসের পীরিতি’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নার্গিস আক্তার। অভিনয়ে পপি, টনি ডায়েস, আহমেদ রুবেল, প্রিয়াংকা, তরু মোস্তফা প্রমুখ।