• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘রিভিউয়ে সাকা চৌধুরী মুক্তি পাবেন’


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৯ জুলাই ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৫ বার

saka------www.jatirkhantha.com.bdলাবণ্য চৌধুরী ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী রিভিউয়ে ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী খন্দকার ‍মাহবুব হোসেন।

বুধবার আপিল বিভাগে সাকার ফাঁসির রায় বহাল রেখে আদেশ দেয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।
মাহবুব বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের কপি হাতে পাওয়ার পর রিভিউ saka-www.jatirkhantha.com.bdকরা হবে।

সালাউদ্দিন কাদেরের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, এরায়ে তার পরিবার হতাশ। রায়ের কপি পাওয়ার পরই তারা আপিল করবেন।

উল্লেখ্য,মানবতাবিরোধী অপরাধ মামলায় সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজ সকালে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।