• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

‘রাসেলকে মাসে ৫ লাখ দেয়ার নির্দেশ’


প্রকাশিত: ৪:৫৮ পিএম, ২৫ জুন ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

কোর্ট রিপোর্টার : এবার রাসেলকে মাসে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বাসের চাপায় পা হারানো রাসেলকে প্রতি মাসে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীন লাইন পরিবহণকে নির্দেশ দিয়েছে মহামান্য আদালত।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশ অমান্য করে হরতাল-অবরোধ করলে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন আদালত।

রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে, গেল ১২ই মার্চ গ্রিন লাইন পরিবহণ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং কাটা পড়া পায়ে সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিন লাইন পরিবহণ কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়।

গত ৪ঠা এপ্রিল ওই আদেশের বিরুদ্ধে গ্রিন লাইনের করা আপিলের শুনানি হয়। শুনানিতে ১০ই এপ্রিলের মধ্যে অর্থ পরিশোধের সময় বেঁধে দেন আদালত। পরে ওই দিনই হাইকোর্টের নির্দেশে রাসেলকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছিলো গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এপিআর এনার্জি লিমিটেডের মাইক্রোবাস চালাতেন রাসেল সরকার। ২০১৮ সালের ২৮শে এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহণের বাসচালক কবির পেছন থেকে কবিরের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে, মাইক্রোবাস থেকে নেমে বাসের সামনে গিয়ে বাসচালক কবিরের কাছে ধাক্কা দেয়ার কারণ জানতে চান।

এর জেরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে কবির ইচ্ছা করেই রাসেলের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। সেখান থেকে রাসেল দ্রুত সরার চেষ্টা করলেও এক পা বাঁচাতে পারেননি রাসেল। এ ঘটনায়, গ্রিন লাইন পরিবহণের বাসচালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন রাসেলের ভাই আরিফ সরকার।