• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

রাবির কলংক রাজু ডাক্তার-যৌন নিপীড়নে বরখাস্ত


প্রকাশিত: ৮:৫৬ পিএম, ৫ নভেম্বর ২৩ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

রাবি প্রতিনিধি : নিজ চেম্বারে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।এর আগে ডা. রাজু আহমেদকে দ্রুত বহিষ্কার, গ্রেফতার ও বিচারের দাবিতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে প্যারিস রোডে মানববন্ধন করেন ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এ মানববন্ধন শেষে শিক্ষকরা উপাচার্যের কাছে দুটি স্মারকলিপি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ডা. রাজুর নামে আনীত যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান জনসংযোগ প্রশাসক।

কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন- বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব ও বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখাসহ প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। মানববন্ধন শেষে রাজুর দ্রুত বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জনসংযোগ প্রশাসক ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল- ‘বিচার চাই’, ‘এক দফা এক দাবি লুইচ্চা রাজুর ডাক্তারি সনদ বাতিল চাই’, ‘ক্যাম্পাসে হয়রানি কেন? প্রশাসন জবাব চাই’, ‘আর নয় নীরবতা প্রতিবাদে প্রতিরোধ’ ‘রাজুর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘নারীর প্রতি সহিংসতা আর কত?’ ‘যৌন হয়রানির বিচার নাই প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন লিফলেট-ব্যানার।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদা খালেক বলেন, বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে এ ধরনের কথা বারবার বলতে আমাদের মাথা হেঁট হয়ে আসে। যৌন নিপীড়নের কাজগুলো যখন বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক হয় তখন লজ্জায় আমাদের মুখ লুকানোর জায়গা থাকে না। নারীরা যেখানে কর্মক্ষেত্রে যাচ্ছে সেখানেই ঘটনাগুলো ঘটছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে হাজার হাজার নারী শিক্ষার্থী, নারী শিক্ষক সেবা নিতে যান। হাইকোর্ট নির্দেশিত প্রত্যেক শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধ সেল আছে। ডা. রাজুর ঘটনার তদন্ত করে দ্রুতবিচার করতে হবে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের অধ্যাপক মোবাররা সিদ্দিকা, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা কানিজ কেয়া, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে যৌন হয়রানির এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ডা. রাজু আহমেদের বিরুদ্ধে। রাজু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক।